সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা: ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের শতবর্ষী মহাকাব্য – আবরার জাওয়াদ আফিফ
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি এডওয়ার্ড কলেজ একটি গৌরবোজ্জ্বল নাম। ১৮৯৮ সালে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ীর উদ্যোগে কলেজটির যাত্রা শুরু হয়। প্রথমে এটি ‘পাবনা ইনস্টিটিউশন স্কুলে’ এম.এ মালের পাঠদান চালু করে এবং একই বছরের ডিসেম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। তখন ছাত্রসংখ্যা ছিল মাত্র ২৯ জন। পরবর্তীতে ১৯০৬ সালে নাম হয় ‘পাবনা কলেজ’ এবং ১৯১১ সালে সম্রাট সপ্তম এডওয়ার্ডের স্মৃতিরক্ষার্থে বর্তমান নাম “এডওয়ার্ড কলেজ” প্রদান করা হয়।










